১৯২ বার পড়া হয়েছে
বাইরে-ভেতরে
বকুল আকতার দরিয়া
বাইরে তোর খেলা করে সুখী রাজহাঁস
ভেতরে তোর বেজে ওঠে শুধু হাসপাস
বাইরে তোর চিকচিক সোনাঝরা রোদ
ভেতরে তোর কেঁদে ওঠে বেদনারি শোক
বাইরে তোর প্রবাহমান স্বচ্ছ সরোবর
ভেতরে রক্তক্ষরণ, আপন পায় না খবর
বাইরে তোর বিকেলের আলোয়ান জ্যোতি
ভেতরে তোর ঝিলমিল জংধরা দ্যূতি
বাইরে তোর খিলখিল সারাবেলা হাসি
ভেতরে তোর গুমরে মরে দুঃখ রাশি
বাইরে তোর ডানা মেলে উড়ে প্রজাপতি
ভেতরে তোর কেঁদে ওঠে কুশিয়ারা নদী
বাইরে তোর টিপটিপ ঝরে পড়ে দেয়া
ভেতরে তোর উঁকিঝুঁকি মল্লারের খেয়া
বাইরে তোর নির্মেঘ সুখী সুখী আশ
ভেতরে তোর গুমরে মরে বিধবা আকাশ।
(ছন্দহারা কবি)
১ Comment
কবি এক বিধবার মনের বেদনা তুলেছেন