২৩৫ বার পড়া হয়েছে
বাংলা একাডেমি বইমেলায়-২০২২ আসছে কবি সুরমা খন্দকার-এর একক কাব্যগ্রন্থ ‘বিরহ ভূমিতে প্রেমের চাষবাস’।
কবি নিজের অনুভূতি প্রকাশের প্রয়াস পেয়েছে তা নিম্নে পাঠকের সামনে তুলে ধরলাম:
আমার প্রথম কাব্যগ্রন্থ বিরহ ভূমিতে প্রেমের চাষবাস’ প্রকাশ করার ইচ্ছে প্রকাশ করায় বরেণ্য কবি ও কলামিস্ট আবুল খায়ের ভাইকে ধন্যবাদ। তারই অনুপ্রেরণায়, কাব্যগ্রন্থটি প্রকাশ করার সাহস সঞ্চয় করেছি। আশা করি পাঠকদের আশানুরুপ সাড়া পাবো। পাঠকের মনে একটু দোলা দিলেই আমার ক্ষুদ্র প্রয়াস স্বার্থক হবে।
বইয়ের ধরন: কাব্যগ্রন্থ
বইয়ের নাম: বিরহ ভূমিতে প্রেমের চাষবাস
লেখক: সুরমা খন্দকার
সম্পাদনায়: আবুল খায়ের
প্রকাশনী: প্রতিবিম্ব প্রকাশ।
বিনিময় মূল্য: ২২৫/- (দেশে), বিদেশে:১০ডলার।
প্রচ্ছদ: ধ্রুব এষ
প্রকাশনায়: প্রতিবিম্ব প্রকাশ
ঠিকানা (দেশে):
(১) সেক্টর: ০৬, উত্তরা, ঢাকা; (২) বাংলা বাজার, ঢাকা; (৩) সেনবাগ, নোয়াখালী; (৪) ইঞ্জিনিয়ারপাড়া, রাধাবল্লভ, রংপুর।
বিদেশে:
মধ্যপ্রাচ্য, টরেন্টো, কানাডা; নিউইয়র্ক/ক্যালিফোনিয়া, আমেরিকা। লন্ডন/যুক্তরাষ্ট্র; নিউজিল্যান্ড।
যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯
khair.hrm@gmail.com
or
info@protibimboprokash.com
১ Comment
Congratulation