২৫৫ বার পড়া হয়েছে
ধন্যবাদ ধ্রুব দা কে….
এতো কম সময়ে আমার কাঙ্খিত সুন্দর প্রচ্ছদ টি করে দিয়ে আমাকে মুগ্ধ করেছেন।
আশা করি সবাই পছন্দ করবেন।
বলছিলাম বরেণ্য কবি সুরমা খন্দকার এর কাব্যগ্রন্থ: বিরহ ভূমিতে প্রেমের চাষবাস-এর কথা.
বইয়ের ধরন: কাব্যগ্রন্থ
বইয়ের নাম: বিরহ ভূমিতে প্রেমের চাষবাস
লেখক: সুরমা খন্দকার
সম্পাদনায়: আবুল খায়ের
প্রকাশনী: প্রতিবিম্ব প্রকাশ।
বিনিময় মূল্য: ২২৫/- (দেশে), বিদেশে:১০ডলার।
প্রচ্ছদ: ধ্রুব এষ
৩ Comments
congratulations
বইটির চমৎকার প্রচ্ছদ।নামটাও সুন্দর।বিরহ ভূমিতে প্রেমের চাষবাস।
লেখক ও সম্পাদক উভয়জনকেই অভিনন্দন।
congratulations