৪২৫ বার পড়া হয়েছে
“প্লেটোনিক ভালোবাসা”
[শেখ এ ইসলাম]
ভালোবাসা যতই খোঁজো যত্রতত্র
যে কুঞ্জবনে,
জেনে রেখো
ভালোবাসা সৃষ্টি
স্বীয় মনে।
কাছে পেলেই
ভালবাসা হয় না
সবার কাছে, পোষ
মানে না ময়না।
কিছু ভালোবাসা অর্থে বিকায়
নবদম্পতি মিলছে
নিকায়,
বুকে মাথা রাখলেই কি ভালবাসা হয়?
শিশিরের শব্দে,
সূর্যের আবীরে তো নয়,
রংধনুর সাত রং
মেখে সেজে সং।
পথহারা পাখি
ঘুরে আসে ফিরে
অবশেষে নীড়ে,
কিন্তু সব আশা
ক্ষণিক ভালোবাসা
কি পূর্ণতা পায়?
অসীম আকাশ
সুদূর নীলিমায়।
ভালবাসা সৃষ্টি
অন্তরে,
জানি-নয় মন্ত্ররে,
নয় যন্ত্ররে,
প্লেটোনিক ভালোবাসা টিকে থাকে হায়।
মা বাবার ভালোবাসা
যার তুলনা নাই।
Canada:
২ Comments
congratulations
চমৎকার একটা কবিতা