২০৯ বার পড়া হয়েছে
প্রিয় কবি নজরুল
(সুরমা খন্দকার)
দুই বাংলায় সমান আদর সমান কদর
প্রিয় কবি নজরুল।
অন্যায়ে অবিচারে অবিচল সোচ্চার তুমি,
হৃদয়ে বিদ্রোহী হাল।
অগ্নি বিনার সুর ঝংকারে জয় ধ্বনি
শোনালে চির যৌবনের।
কালবৈশাখীর ঝড় বয়ে এনে কাব্যে,
সমাজের বুকে সঞ্চার করলে আলোড়ন বেসামাল
পরাধীন জড়তার।
নিদারুণ অভাবে অভিভাবক হীন,
দুঃখকে জয় করলে দুখু মিয়া।
শাসন শোষণ নিপীড়নের খড়গ তুমি মুক্ত
চেতনার ঘুৃম জাগানিয়া।
বাংলা সাহিত্যের বরপুত্র তুমি,
সাহিত্য রসে টইটম্বুর।
চির অম্লান তুমি রবে হৃদয়ে বহতা নদীর কল কল স্বর।
সর্বহারার কবি,
বিদ্রোহী কবি সাম্যবাদী মহাকালের জয়।
সময়ের গলে পরালে যে গানের মালা
সে গান রবে চির অক্ষয়।।
২ Comments
congratulations
প্রিয় কবির জন্য
অসাধারণ কবিতা।
কবিকে অভিনন্দন।