২৫৭ বার পড়া হয়েছে
আমাদের সবার প্রিয় সহকর্মী তুষার খান রাজধানীর গ্রীন লাইফ হসপিটালে লাইফ সাপোর্টে আছে,
সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া করবেন।
মঞ্চ, সিনেমা এবং নাটক তিন মাধ্যমেই সমানতালে অভিনয় করে দর্শক গ্রহণযোগ্যতা পেয়েছেন অভিনেতা তুষার খান। ১৯৮২ সালে নাট্যদল ‘আরণ্যক’র সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন। দলের প্রায় সবগুলো নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকগুলোর মধ্যে রয়েছে ‘ইবলিশ’, ‘ওরা কদম আলী’, ‘সমতট’, ‘ময়ূর সিংহাসন’, ‘জয় জয়ন্তী’, ‘অববাহিকা’ ইত্যাদি।
