২৭৯ বার পড়া হয়েছে
প্রাণের নবী মোহাম্মদ
(সুরমা খন্দকার)
নবী আমার খোদার প্রেমী
খোদার-ই পিয়ারে শান।
পথের দিশা নবী আমার
প্রাণ প্রদীপের নূরের ধ্যান।
নবীর প্রেমে মশগুল হয়ে
হয় না কেহ হিংস্র
নবীর জন্যে যান কোরবান
ঈমানেরই অংশ।
কটুক্তি আর অমার্জনীয় আদবে
হয় না নবীর ক্ষতি,
দুনিয়া আর আখিরাতে
তিনিই সবার গতি।
স্বয়ং মুর্শিদ যার প্রেমে পাগল
ত্রিভুবন সব তাঁরই আগল,
তাকেই করো অসম্মান
সময় থাকতে ক্ষমা চাও
নচেৎ শাস্তি হবে আঞ্জাম ।
কলিজায় যে আঘাত দিলি
তুই তো আমার ভাই
এক বোঁটায় দুটি ফুল
ফোটালো মালিক সাঁই ।
এক পৃথিবীর শ্বাস নিই
তুমি আমি দু’জনে
জাত পাত কেন খোঁজ
তুমি বন্ধু সুজনে।
২ Comments
very good job; congratulations
❤️❤️❤️