১৮৫ বার পড়া হয়েছে
কবিতা আমার:
কবিতা আমার বুকের পাঁজর জীবনের গল্প
কখনো ঘুমহীন রাতে সঙ্গী জীবনের অব্যক্ত কথা
বহু বেদনা রাগ, অনুরাগ, হাসি-কান্না, অভিমানে
কবিতায় হয় লিপিবদ্ধ, কখনো নিজে কাঁদি, অন্যকে কাঁদাই ।
আমার কবিতায় পাবে কিছু ক্ষণিকের বেদনার কল্পনা
হাসিখুশি ভরা জীবন আমার সুখের আলপনা
আমি কবিতার প্রেয়সী, কবিতাই আমার প্রেম ।
তসলিমা হাসান
কানাডা,০৭-০৮-২০২১