১৫২ বার পড়া হয়েছে
প্রতিগল্প
রেজাউদ্দিন স্টালিন
ঘরের আছে একটা দেয়াল থাক সে,
জন্ম আমার বিশ শতকের বাক্সে।
আর কিছু নয় অন্ধ ছাদের বক্ষে,
বন্দী ছিলাম শূন্য ধুসর কক্ষে।
পা বাড়ালাম বাইরে যাওয়ার জন্য,
একুশ শতক বললো জীবন ধন্য।
চোখ ধাঁধানো অজস্র সব যন্ত্র,
ড্রোন মুঠোফোন নেটের নানা মন্ত্র।
কিন্তু আমি পিছলে পড়া বিশ্ব,
উপনিবেশ- ফন্দিতে সব নিঃস্ব।
ঋণের স্রোতে ভাসছে বোকার ফূর্তি
দাতাগণতো যিশুর প্রতিমূর্তি।
দিচ্ছে সবই খাদ্য এবং বস্ত্র,
শর্ত কেবল কিনতে হবে অস্ত্র।
যাক ভেসে সব দুর্যোধনের চুক্তি
কি প্রয়োজন হত্যার এ প্রযুক্তি।
আমরাতো চাই শুনতে বাঁচার গল্প,
চোখ ধাঁধানো লোভের যা বিকল্প।
১ Comment
অসাধারণ।
অসাধারণ। কাব্যশৈলী।