সত্যি মানুষের গল্প
বাংলাদেশের বেতার, টেলিভিশন, চলচ্চিত্র এবং স্টেজে একটানা কয়েক যুগ ধরে যাঁর সরব উপস্থিতি বিশিষ্ট্য অভিনেত্রী রেখা আহমেদের। বর্তমানে বসবাস করেছেন আমেরিকার নিউইয়র্কে। সেখানে প্রবাস জীবন যাপন করছেন প্রায় দুই যুগ।
২০০১ সাল থেকে রেখা আহমেদ ও তাঁর স্বামী মনজুর আহমেদ নিউইয়র্কে বসবাস করছেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের নাট্যশিল্পী হিসেবে অসংখ্য নাটকে অংশগ্রহণ করেন। রেখা আহমেদের পরিচালনায় ও অংশগ্রহণে নিউইয়র্কে বেশ কয়েকটি নাটক মঞ্চস্থ হয়েছে। নিউইয়র্কের গ্রুপ থিয়েটার ঢাকা ড্রামার তিনি অন্যতম প্রতিষ্ঠাতা।
আজকের প্রসঙ্গ রেখা আহমেদের অভিনয় জীবন নিয়ে নয়। অভিনয়ের পাশাপাশি তিনি একজন লেখকও, প্রসঙ্গ লেখক রেখা আহমেদকে নিয়ে। তিনি দীর্ঘদিন ধরে লেখালেখি করলেও বই প্রকাশ হলো এবছরই প্রথম।
অমর একুশে বইমেলায় রেখা আহমেদের গল্পগ্রন্থ ‘সত্যি মানুষের গল্প’ প্রকাশ করেছে অন্বয় প্রকাশ থেকে। অসাধারণ তাঁর লেখার হাত। তাঁর দেখা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে তিনি বেশ কয়েকটি গল্প লিখেছেন। সেসব গল্প নিয়েই সত্যি মানুষের গল্প।
রেখা আহমেদের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অন্বয় প্রকাশ, স্টল নং ৩৪ থেকে বইটি সংগ্রহ করতে পারেন।
৩০৫ বার পড়া হয়েছে
২ Comments
Congrats
congratulations