২১৬ বার পড়া হয়েছে
পাপ করে লাভ নেই
[আসাদ বিন হাফিজ]
পাপ পথে চলে আর পাপ কাজ করে
বেঁচে নেই কেউ এই ধরনীর ‘পরে।
পাপ কাজে লাভ নেই ক্ষতি শুধু ক্ষতি
তবে কেন পাপ করে বাড়াবো দূর্গতি।
কই ছিলে, কই আছো, যাবে কই ভাই
সেই কথা তোমার কি কিছু মনে নাই
তবে কেন পাপ করার জাগে দুর্মতি
পাপ কাজে লাভ নেই ক্ষতি শুধু ক্ষতি।
হিংসা, ঘৃণা, আর নিন্দা করাও পাপ
মিথ্যুকের ভাগ্যে শুধু জোটে অভিশাপ
এইসব ছেড়ে দাও, এসো ভালো হই
মন্দ-মিথ্যা রেখে সবে সত্য কথা কই।
মরীচিকা দেখে যদি জাগে ভীমরতি
তাতে কোন লাভ নেই ক্ষতি শুধু ক্ষতি।
২১/৩/২২। বাদ এশা।
১ Comment
সত্য সুন্দর! মৌলিক বিষয় কবিতার
আর কী লাগে কোন শৈলী অলংকার।
এমন লেখাই লিখলেন কবি।মাসটাই রহমত বরকত নিয়ামতের সে অর্থেই কেবল শ্রেষ্ট কবিতা নয় ।আসলেই ভাবনা গুলোই চমৎকার ও চিরন্তন সত্য। কবিকে অভিনন্দন।