২৩৬ বার পড়া হয়েছে
পাপ
[কামরুন্নাহার বর্ষা]
কর্মের ফলন দৃঢ় করে পাওয়া
জীবন্ত না হয় মৃত,
সৃষ্টির সেরা মানব স্রষ্টার
কৃতজ্ঞ আর অকৃতজ্ঞ।
হিত যার পূর্ণের পাল্লা
কদর্য তারও মহল,
হেয় জ্ঞান জব্দ করে
অহংকার আর পতনকে দখল।
অন্ধ মোহে পুড়বে দহন
হও অন্ধকারের বাসি,
চক্ষু চাহিয়া দেখো পাপ
বিশ্বে উঠিয়াছে মাতি।
কামরুন্নাহার বর্ষা
নাঙ্গলকোট, কুমিল্লা
নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রী অনার্স তৃতীয় বর্ষ (হিসাব বিজ্ঞান)