১৯৫ বার পড়া হয়েছে
পরিবার
(জাকিয়া সুলতানা)
আশ্রয় চাওয়া আশ্রয় পাওয়া
মানবজাতির সহজাত প্রবৃত্তি
সৃষ্টির আদিকালে হাওয়া আদম
থেকে পরিবারের উৎপত্তি।
ক্লান্ত শ্রান্ত হয়ে যখন মানুষ
ফিরে আপন নীড়ে
পরিবারের মানুষ তখন শক্তি জোগায়
যত্ন আত্তি করে।
পরিবার হলো সকল কর্মযজ্ঞের সূতিকাগার
স্নেহ মমতা আর ভালবাসার আধার
জড়িয়ে থাকা মায়া
বিপদে আপদে পাশে দাড়িয়ে দেয়
সুখ শান্তির ছায়া।
ঝগড়া ঝাটি আর খুনসূটি হয় যদি কখনও
এক সদস্যকে ছাড়া হায় অন্য সদস্য মরে
জানিনা কিভাবে শেষ বিদায় নিয়ে
ঘুমিয়ে থাকব কবরে।
জাকিয়া সুলতানা
এম, আরডি রাজিয়া গার্ডেন
স্বামীবাগ, ঢাকা।
৩ Comments
Congratulations
খুব ভালো লেগেছে এতে কোন সন্দেহ নেই। শুভকামনা রইল।
অনেক সুন্দর হইছে মেম ।