নিয়োগ বিজ্ঞপ্তি:
পদের নাম :
১) জেলা/উপজেলা প্রতিনিধি
২) কলেজ/ভার্সিটি শাখার প্রতিনিধি
৩) সম্পাদক
৪) কম্পিউটার অপারেটর
যোগ্যতা ও অভিজ্ঞতা:
১-২ নম্বর পদে এইচএইচসি/ডিগ্রিতে অধ্যায়নরত থাকলেও আবেদন করতে পারেন।
৩ নম্বর পদে নূন্যতম ডিগ্রি পাস হতে হবে।
৪ নম্বর পদে অভিজ্ঞদের অগ্রাধিকার।
ছাত্রছাত্রীদের কাজ করার সুযোগ:
১) আপনি কলেজ/ভার্সিটির স্টুডেন্ট হলে কলেজ/ভার্সিটি শাখার প্রতিনিধি হতে পারেন (অভিজ্ঞতার প্রয়োজন নেই)।
২) জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে (অভিজ্ঞতার প্রয়োজন নেই)।
৩) সম্পাদক (অভিজ্ঞদের অগ্রাধিকার)।
বেতন ও সুবিধাদি আলোচনা সাপেক্ষ (সংস্থার নিয়মানুযায়ী)
আবেদনের সাথে ছবি, ভোটার আইডি, (কলেজ-ভার্সিটির স্টুডেন্ট আইডি’র ছবি পাঠাবেন)।
সত্য ও সুন্দরের সাথে – দৈনিক প্রতিবিম্ব
আবুল খায়ের
সম্পাদক ও প্রকাশক: দৈনিক প্রতিবিম্ব।
সম্পাদক ও প্রকাশক: কালের প্রতিবিম্ব।
কর্ণধার/প্রকাশক: প্রতিবিম্ব প্রকাশ।
প্রতিষ্ঠাতা: সমাজ পরিবর্তনে কবিতা (সপক)
প্রতিষ্ঠাতা: সপক ফাউন্ডেশন (স্বেচ্ছাসেবী সংস্থা)।
প্রতিষ্ঠাতা: আমাদের পাঠাগার।
কর্ণধার: প্রতিবিম্ব মিডিয়া।
প্রতিষ্ঠাতা: প্রতিবিম্ব সাহিত্য পরিষদ।
সৃজনশীল লেখকের ঠিকানা:
__________________
দৈনিক প্রতিবিম্ব
অফিস/শো-রুম:
বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ০৪, উত্তরা, ঢাকা-১২৩০।
ফোন: ০১৭১৫৩৬৩০৭৯/০১৮২৬৩৯৫৫৪৯
ইমেইল: info@daiikprotibimbo.com
ইমেইল: info@protibimboprokash.com
পেইজ: প্রতিবিম্ব প্রকাশ-protibimboprokash
ওয়েব: www.protibimboprokash.com
ওয়েব: www.dainikprotibimbo.com