২১৩ বার পড়া হয়েছে
নিয়তি
(নিপা খান)
হে মানবজাতি
কিসের এত বড়াই
আজ মরলে কাল
দিন হবে আড়াই।
এত অন্যায় আর
পঙ্কিল মানসিকতায়
মাথা নোয়াতে হবেই
একসময় না একসময়।
সত্যের জয় আছেই আছে।
এখনো আকাশ নীল
ফুল ফোটে পাখি গায়।
এখনো পৃথিবীর কোথাও না কোথাও
প্রতি সেকেণ্ডে সেকেণ্ডে
আজানের ধ্বনি প্রতিধ্বনিত হয়,
আমরা বেঁচে আছি সেই অধিপতিরই
ছায়ায়।
অন্তরের হায় আর প্রকৃতির শোধ
হবেই হবে, বুঝেনা যে
সে বরাবরই নির্বোধ!
আজ হয়তো সময়, ক্ষমতা
সবই আছে তোমার,
কাল যে থাকবে
কে, তা বলতে পারে?