১৭১ বার পড়া হয়েছে
নিয়তি
[উম্মুল খায়ের]
আমি তো মরেছি মরার আগেই
রঙিন হতাশা ডাকছে আদেশে আঁধার জগতে
আশার ঠিকানা কোথায় লুকায় নিবাস থাকতে?
টুকরো পাথর বুকের ভেতর সেঁধিয়ে যাচ্ছে
কেবল টানছে অচেনা কষ্ট; কান্না পাচ্ছে
আমি তো ছুটেছি পুরোনো ছন্দের পেছনে শুধুই
এমনি করেই চলে যাব দূরে
সুরে সুরে ঠিক ভুলে যাব পথ, ভুলে যাব সব
থেমে যাবে জানি, জীবন বাজনা, মধু-কলরব
নীরবে নিভৃতে স্বপ্নের পাপড়ি ঝরে যায় কিছু
ঘুমের ভেতর মায়ার রহস্য থাকে পিছু পিছু
গোপন নিয়তি টেনে নিবে তবু দূরে- বহুদূরে।
১ Comment
congratulations