৩৪১ বার পড়া হয়েছে
নিস্তার
(মিরা মাহমুদ)
করোনার ভয়ানক ছোবলে
পরে গেছে সৃষ্টির সকলে
বহু যত্নে বানিয়েছ দুনিয়া
মানবজাতি পাবে কি তার কিনারা?
তুমি বাঁচাও তুমি মারো
তুমি বিনে রক্ষাকর্তা নেই কেহ
হুকুম করো তুমি
হেকিমও কেবলই তুমি
তোমারই শর্তহীন ইশারায়
নিষ্কৃতি পাবে ইহকাল
তোমারই তোরণে তুলিয়া হাত
বিশ্বজনীন সবিনয়ে পাবে নিস্তার।