২৫৭ বার পড়া হয়েছে
নিশি কাব্য
(তৌফিকা আজাদ)
তুমি আমার নিশি কাব্য
প্রতিদিন তোমাকে পাঠকরি মন্ত্রমুগ্ধ,
ছন্দময় শব্দে মনের আনন্দে
মধুর শ্রাব্যে মেতে উঠি প্রাঞ্জল।
সুগন্ধী চুলে হাত বুলাই
বালিশের কার্নিশে মাথা ঘেঁষে
পড়েথাকা অবুঝ বালক
ক্লান্ত শ্রান্ত বলে তোমাকে
আর ডাকিনা গা ঢেকে দেই
আমার স্বপ্নেের রঙিন আঁচলে।
১ Comment
very good job; Congratulations.