২০১ বার পড়া হয়েছে
নির্ঘূম রাত
[রতন চন্দ্র রায়]
কপালের সিঁধুর মুছে ফেলো
হাতের শাঁখা ভেঙ্গে ফেলো
শুধু পড়িয়া থাকিও না,
সাদাথান…
তুমি ছাড়া, এ জীবনে ছিলো না
কেউ আপন জন।
আজ আমি যাচ্ছি চলে
তোমায় একা করে
কত যে, বাসনা ছিলো
হৃদয় পিঞ্জিরায়
একসাথে থাকবো মোরা
সবুজ দুনিয়ায়।
ক্ষণে-ক্ষণে পড়বে মনে
চঞ্চল স্মৃতিগুলো,
নির্ঘূম রাত কাটাবে, তুমি
সবার অগোচরে।
উদাসী মন নিয়ে
দাঁড়াবে কড়িডোরে,
পূবালী বাতাসে লাশের গন্ধ
আসিবে তোমার, নাকের ডগায়…
মন থেকে সব মুছে দিয়ে
নতুন করে শুরু কর,
হেঁয়ালীতে নষ্ট করিওনা
তোমার ভবিষ্যৎ…
১ Comment
congratulations