১৮৭ বার পড়া হয়েছে
নিজের ঠিকানা
[ফরিদা বেগম]
১৮.০৬.২০২২
মেয়ে তোমার বাড়ি কই ?
আমিতো জানি তোমার বাড়ি
এই গাঁয়ে,
শ্বশুরবাড়ি ঐ
তোমার বাড়ি কই গো নারী
তোমার বাড়ি কই?
জন্ম নিয়েছিস এই বাড়িতে,
শৈশব যৌবন সব কেটেছিস
এই গাঁয়েতে,
শিক্ষা দীক্ষা আনন্দ সব করেছিস
এই গাঁয়েতে,
ভাত রান্না করিস পরের বাড়িতে,
আপন ভেবে বাস করিস পরের বাড়িতে,
যেমন পরের ঘরে বাঁধে বাসা
বাস করে চড়ুই
তোমার বাড়ি কই গো নারী
তোমার বাড়ি কই?
শৈশব কৈশোর কাটলো
বাপের আশ্রয়ে
যৌবন কাটলো স্বামীর সাথে শ্বশুরালয়ে
বৃদ্ধ কালে আশ্রয় নাই
আর ছেলের কাছে রই।
তোমার বাড়ি কই গো নারী
তোমার বাড়ি কই?
২ Comments
congratulations
mam ami class 9 ar science group roll 8 ami apner golpo pore se and onek balo legese