৪২১ বার পড়া হয়েছে
ডুব
ডুবে যাওয়ার আগে
চিৎকার করে ডেকেছি
শুনেছিলে কি?
হয়তো শুনেছো
খুঁজেছো
এতোটাই তলিয়ে গিয়েছিলাম
তরঙ্গও থেমে গিয়েছিলো
নিঃশ্বাসের বুদবুদও ওঠেনি
শান্ত নিশ্চুপ
কেউ কখনো ছিলো না যেনো!
স্পর্শ
এখন অন্ধকার
এই খানে নক্ষত্রের নীচে
মুখোমুখি আবছায়া
ছায়ামূর্তি
হাতে হাত ছুঁয়ে আত্মার উত্তাপ
প্রবাহিত শিরায় শিরায় ধমনীতে
আত্মার স্পর্শ স্বর্গীয়
সুবাস ছড়ায়
পৃথিবীর সময়ে দেখা হয়না
মহাকালের সময়ে পাশাপাশি
চিরকাল…..
১ Comment
congratulations