১৭৪ বার পড়া হয়েছে
নারীলিপ্সুক
(জাহানারা বুলা)
হাত ধরে থাকো আমার। অথচ,
তাকিয়ে থাকো তুমি অন্য কারোর দিকে!
কি হবে চেয়ে থেকে
অবশেষে আশ্রয় প্রশ্রয় সবই তো আমার
তা তুমি জানো
আমি জানি
জানে মধ্যবর্তিনীরাও।
ঘ্রাণ শুঁকে শুঁকে শিকারের অভ্যেসটা পালটাও
নাহয় মানুষ থেকে তুমি প্রাণী হয়ে যাবে-
ঠ্যাং উঁচিয়ে মুত্রত্যাগী প্রাণী।
হলেও ভালো
কিন্তু, সম্পূর্ণ বিশ্বস্ত কি তুমি
থাকতে পারবে কোথাও
তোমার তো দেহ জুড়ে প্রেম
তুমি যে নারীলিপ্সুক।
২১ জানুয়ারি, ২০২২
ঢাকা।
১ Comment
congratulations.