২৭৭ বার পড়া হয়েছে
নতুন বছরের শপথ
(সৈয়দুল ইসলাম)
নতুন বছর নতুন রূপে
শপথ গ্রহণ করি,
সত্য ন্যায়ের আলো দিয়ে
জীবনটারে গড়ি।
হিংসা বিদ্বেষ অহং ভুলে
চলবো একই পথে,
মিথ্যাচারে কান না দিয়ে
লড়বো সবার মতে।
স্রষ্টার সেরা সৃষ্টি মোরা
একে অন্যের তরে,
সুখে দুঃখে থাকবো পাশে
রোদ বৃষ্টি ঝড়ে।
দেশ মাটিকে ভালোবেসে
লড়বো বীরের মত,
দুর্নীতিকে ঘৃণা করে
চলবো অবিরত।
ঠিকানা: হাসারচর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।