৩৩০ বার পড়া হয়েছে
দেশে প্রথমবার খবর পড়ল কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সংবাদ পাঠিকা :
দেশে প্রথমবার খবর পড়ল কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এ আই) সংবাদ পাঠিকা অপরাজিতা। দেশের বেসরকারি একটি টেলিভিশনে আজ সন্ধ্যায় খবর পড়ে অপরাজিতা।
খবরের প্রথমেই এ আই সংবাদ পাঠিকা অপরাজিতা নিজের খবরটিই আগে পাঠ করে। পরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কিডনি প্রতিস্থাপনে প্রতারণার ঘটনা পড়ে।
বুধবার সন্ধ্যায় এতটুকু সংবাদ পড়লেও রাত ১১টায় ফের দেখা যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এ আই) সংবাদ পাঠিকা অপরাজিতাকে। এমনটাই জানিয়েছে টেলিভিশন মাধ্যমটি।