৩১৩ বার পড়া হয়েছে
দেখতে কেমন ; কি জানি !
[মো. আসাদুল হক]
চাঁদপুর সদর- ২৮. ০৪. ২০২২ খ্রী.
আহা- কী সুবাস আসে !
ঢেউ তুলে বাতাসে
পাখা মেলে কী সুন্দর ভাসে !
ক্ষণে ক্ষণে বসে ঘাসে ।
এই যে আলো ছায়া
নিত্য ফুটে ফুল নয়া
কতো যে স্নিগ্ধ কায়া !
ভোরশিশিরে দেখো গিয়া ।
ভোরের মধু বেহাগে
কেউ ঘুমে কেউ জেগে
যে গিয়েছে আগে
পড়েছে সে ফুলের অনুরাগে ।
কপোত-কপোতীর বাক-বাকুম
ফাগুনের ধুম, নেই ঘুম
সবাই উড়ুমদুড়ুম
প্রহেলিকার কুমকুম ।
ফাল্গুনী সমীরণী
সুনয়নী যে, নেয় সে চিনি
খুলে কুন্তল বেণী
সাজে বসম্তের চারিণী ।
দেখতে কেমন ; কি জানি !
বলতে পারে টলটলে পানি
যখন বাঁধে বিনুনি
মনে হয়, চঞ্চল হরিণী ।
ভোরের সমুদ্দুরে
কতো বিলাসী সাঁতরে
নন্দিনী যদি আসে রে !
নন্দনে হৈহৈ করে রে ।
কোমল কমল কপোলে
হিন্দোলে কল্লোলে কাহারবা তালে
দোলন যেনো স্বচ্ছ সলীলে
মিনতি গলে চোখের কাজলে ।
বের হলে খোকা খুকীরা
সে আর এক আপনহারা, বাঁধনহারা
পথের ধূলি উড়া আকাশ সারা
ধূলি মেখে কতো সুখে-
কতো পথে ঘুরা,
প্রেমহীনে উজরা ।