১৮৮ বার পড়া হয়েছে
দৃষ্টিসুখ
[লিমা ইসলাম লিপু]
দুষ্টু লোকের মিষ্টি কথা
রসে ভরাট বুদ্ধি,
দিন গড়িয়ে বছর হলেও
হয় না কভু শুদ্ধি।
এমন জনে দিবানিশি
ফন্দি আঁটে কর্মে,
খুঁজলে পাবে তার থলেতে
বিশ্বাস নাই ধর্মে।
দীপ্ত রঙে যা-ই বলুক
মিথ্যাচারে ভরা,
দস্যুরূপে দেখলে তাকে
চমকে ওঠে ধরা!