১৭২ বার পড়া হয়েছে
দুঃখের জমিনের দেই সেচ
(নাসরিন সিমি)
অন্ধকারে বেভুল পথে চলেছি আমরা
হাড় পাঁজর সব ছিনিয়ে নিয়েছে কেউ
তারপরেও দুঃখের জমিনে দেই সেচ
বুকের ভেতরে রাখা অনাবাদী জমিটুকু
যেন তাঁর লাঙ্গলের ফলায় চষে চষে
ছিন্নভিন্ন করে দিয়ে পলাতক ফেরারী
নষ্ট পুরুষ কষ্ট দিয়ে আবাদ করে দুঃখ
আমি বসে দুঃখের জমিনে দেই সেচ
ফেরারী স্মৃতিগুলো ফাঁস দেয় প্রতিদিন
কোন ঠোঁটে আর চুমুর স্বাদ পাইনা
বুকের ভেতর জড়িয়ে ধোঁয়া উড়িয়ে
ঠোটঁ চেপে ধরে বলেনা ভালবাসি
কেবলি অনাহূত সঙ্গমের আহ্বান শুনি
বিষে দংশিত জর্জরিত নীল বুকের স্তন
আজকে কাদাঁয় আর জর্জরিত করে।