১৯৫ বার পড়া হয়েছে
দহন
পিওনা আফরোজ
একটা রাত, অতলান্ত অন্ধকারে ডুবে আছে
কি ভীষণ মায়া, কি গভীর স্পর্শ অনুভবের।
একটা রাত, কি তৃষ্ণা , কি তৃষ্ণা বুকে, আলজিভে
গভীর শূন্যতায় আর্তনাদে ফেটে পড়ে বারুদের ছাই
বাড়ায় দহন, পোড়ায় ভীষণ।
একটা রাত, দুলে উঠে শরীরের সুবর্ণ শেকড়
একটাও তারা নেই স্বয়ং রাতও থাকবে না অবশিষ্ট
সারা বুকে শুধু কামনা আছে,
হৃদয়ে ভালোবাসা আছে
বুক পেতে কে নেবে কাছে?
শীর্ণ শিরা বেয়ে শুধু দুঃখ নেমে যায়
শুধু তুষের অনল জ্বলে, তীব্র দহন জ্বলে
স্বপ্নের বাঁধ ভেঙে ঘননীল বুকের মায়ায়।
১ Comment
Congratulations