১৭৩ বার পড়া হয়েছে
দলছুট
[দিলারা মেসবাহ]
দলছুট, দলছুট ডুব দেই যুগান্তরের জলায়–
ভ্রুভঙ্গি শিখিনি পাঁজরে ভাঁজের রুমাল
স্বপ্নভুক মৃদু মন, হেলেঞ্চা বথুয়া থরথর
নতুন সড়কে হাঁটি নিধুয়াপাথার!
লিলুয়া বাতাসে ওড়ে নিমগন্ধ ধূপগন্ধী ঘুম
শস্যভূমি তুলসিমালা গুচ্ছ ধান পোয়াতি প্রহর
ভাঁটবনে সূঁইচোরা সরপুঁঠি জলজ বাসর
পাতাবনে জলের চৌকাঠে লিখি নিবিড় হরফ
হাইভোল্ট চাতুরি চমকায় মন্ত্রগুপ্তি সাজাও কারিগর।
সাজাও অন্তত উষ্ণ কর্পোরেট কবিতা
আমার পাঁজরে প্রিয় জোনাকির ঘর।।
১ Comment
congratulations