১৭২ বার পড়া হয়েছে
তোমার প্রতীক্ষায়
[তসলিমা হাসান]
চলো না হারিয়ে যাই নীরবতার প্রান্তরে,
ভালোবাসি বলে, নতুন কে স্বাগত জানিয়ে।
সে কি দিন ছিল তুমি আমি ছিলাম বসে,
গোধূলি ওই প্রশান্তির লগ্নে।
পাখির ওই কলধ্বনিতে কেটে যায় যখন ঘোর,
তুমি প্রিয় চোখে চোখ রেখে কাটিয়ে দাও রাত ভোর।
সবুজ দিগন্তের শেষ সীমারেখায়,
উড়ছে ভালোবাসার চিহ্ন;
কষ্ট গুলো উকি মারছে বুকে,
নেই অনুতাপের কোনো ছোপ।
পাখিগুলো সব চলেছে উড়ে,
নতুন নীড়ের আশায়;
জানি কোনদিন ফিরবে না তুমি,
তবুও বসে থাকি তোমার প্রতীক্ষায়।
সবুজ ঘাসের জমে থাকা শিশিরে,
হেটে যাও তুমি নীরবে;
ভেজা পায়ে তুমি ডাক দাও আমায়,
কবি শুনছো চলো না ভালোবাসি দুজনে।
কানাডা: ৩০-০৫-২০২২
১ Comment
congratulations