১৯১ বার পড়া হয়েছে
তেলমারি
[জগলুল হায়দার]
চামচারা সব তেল মারে তাই
তেল ক্ষেপেছে দামে?
কিন্তু মানুষ ঘামছে এতে
চামচারা কি ঘামে!
তেল তুমি তাই তেলতেলা হও
তেলতেলা হও আরো
দফায় দফায় ক্রেতার ঘাড়ে
চাপাও দামের ভারও।
এই ক্রেতারা নয় তো নেতা
নয় তো চামুচ* কারো
হায় তুমি তেল বারেবারে
তাও তাদেরই মারো।
মহামারি পকেট খেলো
তেলমারি খায় রুজি
খিদা খাবার মন্ত্রটা তাই
এখন সবাই খুঁজি!
* চামচ এর সহি চলতি উচ্চারণ।