২১৭ বার পড়া হয়েছে
তুষার
(লেসা সুসান)
মেঘ ভেঙে আকাশ থেকে
তুই আমাকে রোদ্রদিবি
তখন আমি গাঁথব মালা
শিউলি দিয়ে তা তুই নিবি।
মেঘ থেকে তুই তুষার দিলি
উষ্ণতাটা কেড়ে নিলি
সাদায় সাদায় ভরলি ভুবন
দিনটা যেন যেমন তেমন
ডুবিয়ে দিলি নিঃস্ব এ মন।
দিনভর এ বন্দি জীবন
হাটাচলায় বাঁধা নিয়ম
একটু খানি পিছলে গেলে
যেতে হবে হাসপাতালে।
তুই নিশ্চই বুঝবি সবই
সূর্যটাকে ফিরিয়ে দিবি
সিঁদুর রাঙা সন্ধ্যা পাবো
তাতেই আমি সুখ লুকাবো।
লেসা সুসান
২৪ জানুয়ারি ২০২২
টরোন্টো, কানাডা।
২ Comments
ভালো লেগেছে, তুষার বালিকা।
congratulations