১৮২ বার পড়া হয়েছে
তুমি হৃদয় ছুঁয়ে দেখোনি
(শামীমা নাইস)
০২/0১/২০২১
প্রত্যাশিত দিনের আশায়
অবেলায় ঝরে যাচ্ছে মনের মুকুল
মিছে আয়োজনে ভালোবাসার ডালা সাজিয়ে
পুড়ছি বুনো রোদ্দুরে।
তুমি হৃদয় ছুঁয়ে দেখোনি
বুকের মানচিত্রে তবু জ্বেলেছি প্রেমের চেরাগ
কি গভীর বিষাদের ছায়াপথ ধরে
হেঁটে চলেছি অনন্তের পথে…
জীবনের রেখা ক্ষয়ে ক্ষয়ে গেছে অপূর্ণতা আর বিষাদে।
তুমিহীন নির্ঘুম রাতে
কবিতার শব্দরাও চোখ বুজে থাকে
গভীর বেদনায় বীজ বুনে কষ্টের, দুঃখের
ভুলে যায় সুখের চাষাবাদ।
দু’চোখের মায়ায় আদর মেখেও
অস্থির, শূন্যতায় হৃদয় সরোবর।
১ Comment
very good job; Congratulations.