২৬৫ বার পড়া হয়েছে
তুমি আছো অনুভবে
[তসলিমা হাসান]
উপস্থিতি! যত দূরেই হোক।
আমি অনুভব করি
তোমাকে, আমার হৃদয়ে!
আমার হৃদয়ের এই অনুভূতি,
একান্ত আমার, শুধু আমার!
ভালোবাসা কি,
সুদীর্ঘ জীবন পাশাপাশি চলা!
একে অপরে চিন্তা, সুখ,
দুঃখের খবর রাখা।
নাকি চিরকাল অপেক্ষায় থাকা!
ভালোবাসা কি একটা অভ্যাস!
যাকে,
দেখার জন্যে মন চঞ্চল হয়।
“তাঁর” একঝলক এনে দেয়
বর্ষার গুমোট!গরমের পর,
জুঁই ফুলের মিষ্টি সুবাস মাখা,
শীতল হাওয়ার ছোঁয়া।
নাকি, কঠিন বাস্তব
থেকে অনেক দূরে, শুধুই কল্পনা!
কানাডা: ১১-০৪-২০২২
১ Comment
congratulations