১৮৯ বার পড়া হয়েছে
তুমিও নির্ভুল
মুহম্মদ নূরুল হুদা (মুনূহু)
পাতার আড়াল ছেড়ে ফুলের আড়ালে
অনন্তর অন্তরীক্ষে নীলের আড়ালে,
যেখানে হারাও তুৃমি যেখানেই যাও,
অঙ্গের অনঙ্গ স্মৃতি সঙ্গে নিয়ে যাও;
পাখি হও আঁখি হও, হও হরিয়াল
কোকিলের কুহু হও, হও কবিয়াল,
সিংহের কেশর হও, হও ডানকানা —
মাটির আদর ছেড়ে দূরে যেতে মানা;
আমাকে একাকি রেখে দূরে যাবে তুমি?
ত্রিভুবনে আমি আছি আলম্ব-আভূৃমি।
সাক্ষী আছে কাকপক্ষী, সাক্ষী গ্রহতারা,
জন্মে জন্মে অস্তিত্বের বিজয়ী নাকাড়া;
পাতার আড়ালে মনে ফোটে যত ফুল,
সব ফুলে ফুটে আছো তুমিও নির্ভুল।
১ Comment
দারুণ