৩০৪ বার পড়া হয়েছে
তুমি
[নাদিয়া যুথিকা]
তুমি–
দূরে থাকাই ভাল
তারাগুলোর মতোন
দূর হতে জ্বল জ্বল করো
হয়ত তোমার কাছে যাওয়া হবে না
দূর থেকেই দুজন জ্বল জ্বল করবো।
তুমি–
দূরে থাকাই ভাল
ঠিক সূর্যের আলোর মতন
হয়তো কাছাকাছি যেতে যেতে
তীব্র তাপে পুড়িয়ে দিতেই পারো।
তুমি–
তোমার চোখের চাহনিতে
আকুল ভালবাসার আকাঙ্ক্ষা
আমি–
মেঘ হতে হতে
বৃষ্টি হয়েই ঝরে যাই
শুধু বৃষ্টি হয়েই ঝরে যাই।
১ Comment
ভীষণ ভালো লাগলো পাঠে।
অভিনন্দন কবিকে