১৮৮ বার পড়া হয়েছে
মৃত্যু
তানিয়া আফরোজ
মৃত্যু নিশ্চিত জেনেও আগামী দিনের স্বপ্ন দেখি
সকালের সোনালী সূর্য দেখবো কিনা তাও জানিনা
তবু্ও নতুন দিনের পরিকল্পনা সাজাই
মৃত্যু নামক অমোঘ সত্যকে ভুলে যাই।
মেতে থাকি আনন্দ উল্লাসে
ব্যস্ত থাকি দুনিয়ার ভোগ বিলাসে
যমদূত মৃত্যু ফেরি করে বেড়ায়
যখন ডাক আসবে, সামনে এসে দাড়াবে।
মহাপ্রলয় ঘটবে, মৃত্যু ঘন্টা বাজবে
মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে
তারপর হারিয়ে যাব অনাদিকালে
মৃত্যু নামক মহাসত্যে সমর্পিত হবো।
২ Comments
দারুণ উপস্থাপন ।
very good job; congratulations.