২৭৯ বার পড়া হয়েছে
ইচ্ছামতি
(তানজারীন ইফফাত শাতি)
যারে হাত বাড়িয়ে ডাকি
কাছে এলে ছুঁই,
দূরে গেলে খাঁ খাঁ করে
দু চোখের কান্না ঝরে,
প্রাণের জন্য প্রাণ আসিস
আমার কাছের তুই।
চাঁদের আলোয় দেখবো তোরে,
একলা ঘরে রই।
আমার বাজে প্রাণে, মনের কোনে,
হতাশার কালো,
রঙ্গিন ভূবন ইচ্ছামতি,
রঙের সুধা ঢালো।
১ Comment
congratulations