১৯৯ বার পড়া হয়েছে
গন্তব্যের অপেক্ষা
(সুরমা খন্দকার)
ছন্দরা বেদনার কংক্রিটে সুদক্ষ পাথর হয়েছে।
টুকরো টুকরো কথারা বুকের ভিতর প্রাচীর গড়েছে।
গহীনে বিধে থাকে অবসন্ন নিশ্চুপ স্পন্দন।
পাঁজরের হাঁড় দিয়ে দীর্ঘশ্বাসের যে ঘর বিদ্যমান।
ভাবতে ভাবতে দুর্বোধ্য পৃথিবী আঁকড়ে ধরে
আমি লিখতে চাই আমার নাম।
তীব্র নৈঃশব্দে আমি বলতে চাই
আমি ভালো নেই।
কোথায় সে ঠিকানা?
একদিন পৃথিবীর পাড়ে আমার একগাদা স্বপ্ন টুকরো টুকরো পড়েছিল এখানে।
উচ্ছ্বাস মুগ্ধতার কতোবার মৃত্যু হয়েছে।
কখনো চায়ের আড্ডার মতন টং দোকানে বিক্রি হয়েছে আমার অনুভূতিরা।
তবুও গন্তব্যের অপেক্ষা….
২ Comments
congratulations
Go ahead….উৎসাহিত না হয়ে পারব না, আরও কত না জানা ঘটনা ঘটেছে, তা জানার অপেক্ষায়