ঠকবাজ
মো: শফিউল্লাহ মিয়া
দুনিয়া হল পরীক্ষা ক্ষেত্র গুণীজনরা বলে,
কিছু মানুষ অসৎ পথে ফন্দি ফিকির খোঁজে।
ভালো মন্দ বোঝে না তারা স্বার্থসিদ্ধির লোভে,
তারা শুধু ঠকবাজি আর প্রতারণাই বুঝে।
আজব মানুষ আজব পৃথিবী ভেবে দেখো সবে,
কি রয়েছে এইসব সৃষ্টির আদি রহস্যের মূলে।
ঘুমের ঘোরে আছো তুমি আপনারে ভুলে,
দুনিয়ায় হল মিছে মায়া, দেখো জ্ঞানচক্ষু খুলে।
রিক্ত হস্তে থাকবে সেদিন তুমি শেষ বিচারের,
এই দুনিয়ায় ঠকিয়েছ তুমি যত মানুষেরে।
জবাব তোমায় দিতে হবে বিধাতার তরে,
কি জবাব দিবে পরপারে,পাওনাদারের তরে?
ঠকে গেলেও বিশেষ ক্ষতি নাই তাতে,
একটুকু জীবন চলে যাবে কোনমতে।
আমি জানি আমার বিধাতা ও জানে,
ঠকবাজ হেরেছে আমি জিতে গেছি ঠকে।
ঠকবাজি কর না বন্ধু করি অনুরোধ,
সকলের মধ্যে গড়ে তোলো নৈতিকতা বোধ।
কূটনীতির অপকৌশল তোমরা কর পরিহার,
আল্লাহর সৃষ্টির প্রতি তোমরা কর সদয় ব্যবহার।

