২৩০ বার পড়া হয়েছে
জুতার দাম
(নাহিদা ইয়াসমিন)
তাং১৭~১~২২ইং
চামড়ার জুতার দাম বেশি
খরিদ্দার নতুন-তাই দোকানী বিরক্ত মুখে
বললেন, পুরানো ডিজাইনের চামড়ার জুতা আছে
দাম কম, মান ভালো-চলবে?
ফোনের ডিসপ্লেতে সময় দেখে
আমিও অনেক বিরক্ত-দশটা আটান্ন!
বিশ্ব বিদ্যালয়ে পড়ার সময় কি ভেবেছিলাম
একজোড়া চামড়ার জুতা কেনার মুরোদ হবে না।
পিতার মুখে কিসের একটা প্রত্যয় দেখে
নিয়ম ভাঙ্গতে ইচ্ছে করে কিন্তু পারি না।
তাই জুতা আর কেনা হল না।
১ Comment
congratulations.