১৯২ বার পড়া হয়েছে
জীবন যুদ্ধ
মোঃ মফিজ উদ্দিন ভুইয়া।
আশায় আশায় দিন কেটে যায়
হবে একদিন জীবনাবসান
কেহ আশা পুরণে, কেহ নিরাশায়
কেহ হতাশায় কাফনে জড়ান।
কেহ চলে রাজকীয়, কেহ ধ্যানে
দিন কেটে যায় সমান সমান
কেহ আকাশ পথে, কেহ হেটে,
ভুড়ি ভুড়ি তার আছে প্রমাণ।
জীবন চলায় হোঁচট খেয়েছে
নিঃস্ব হয়েছে কেহ
নিঃস্ব হতে কেহ রাজাধিরাজ
ফুর ফুরে মন দেহ।
জীবনটা কারো মেঘলা আকাশে
একাকীত্বে করছে বসবাস
কারো জীবনে পৌষমাস আসে
কারো জীবনে সর্বনাশ।
জীবন চলে কর্মের দোলাচালে
জীবন সময়ে সীমাবদ্ধ
কর্মই তো সফলতার মর্ম
বেঁচে থাকার নাম জীবনযুদ্ধ।