৪৪৭ বার পড়া হয়েছে
জীবন নামের রেলগাড়িটা
[ফরিদা বেগম]
জীবন নামের রেলগাড়িটা চলছে কেবল চলছে
ঝিক ঝিক করে চলছে গাড়ি
এক স্টেশন থেকে আরেক স্টেশনে, দিচ্ছে পাড়ি
ঘরবাড়ি গাছপালা পিছনে ফেলে পৌঁছে যাচ্ছে
অন্য কোনো খানে নতুন ঠিকানায়
সুদীর্ঘ এক ভ্রমণ মাঝখানে স্টেশন থেকে,
উঠে আসছে রংবেরঙের কিছু মানুষ
নানা ছলে, নানা বেশে, নানা উদ্দেশ্যে
কেউবা বন্ধু কেউবা শত্রু,
কেউবা দিল আনন্দ, কেউবা দিল বঞ্চনা
কেউবা ভালোবাসছে , কেউবা ঠেলছে দূরে
সবকিছু নিয়ে গাড়ি আবার চলছে ছুটে
ছুটতে ছুটতে একসময় যাত্রা যাবে থেমে
জীবন নামক রেলগাড়ি থেকে যেতে হবে নেমে
৩ Comments
আমার কবিতা জীবন নামের রেল গাড়িটা প্রতিবিম্ব প্রকাশ ওয়েবসাইটে প্রকাশ করার জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই প্রতিবিম্ব প্রকাশের সভাপতি এবং কবি এবং কলামিস্ট জনাব আবুল খায়ের ভাইকে। সবাইকে আমার কবিতা দেখার জন্য অনুরোধ করছি, সবার জন্য আমার শীতের শুভেচ্ছা।
প্রিয় পাঠক মহল, সবাইকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা। কবিতার রস আস্বাদন করুন। সবাই আমরা একটা সুন্দর সকালের প্রত্যাশা করি। সবার আগামী দিনগুলো সুখময় হোক।
জীবনটা স্থায়ী নয়।তাই জীবনের চলার পথে সবাই সবাইকে ভালোবাসা দিয়ে মাই।