১৯২ বার পড়া হয়েছে
জীবনযাপনের দিনপুঞ্জি
ফরিদা বেগম।
১৪/৯/২০২২
প্রত্যাহিত খাদ্য তালিকায় সুষম খাদ্য রেখো,
স্নান আর বিশ্রাম, শারীরিক প্রশান্তি যেন।
খেলাধুলা আর ব্যায়াম শরীর নরোগ রাখে,
পড়াশুনা আর জ্ঞান হলে মেধার বিকাশ ঘটে।
পরিশ্রম আর কাজ করে সাবলম্বী হবে,
মাথা উঁচু করে সমাজ সংসারে নির্বিঘ্নে রবে।
বই পড়ে জ্ঞান বাড়িয়ে আলোর মশাল জ্বালো,
শিক্ষা আর সংস্কৃতি শিখে রাখবে জীবন ভালো।
সততা আর আত্মবিশ্বাস নিয়ে মনোবল গড়ো,
চাওয়া-পাওয়ার আকাঙ্খাকে অনেক ছোট করো।
ছোট বড়, ধনী গরিব, সবাইকে সম্মান দিবে,
সমাজের সেবা দিলে পূর্ণতা পাবে।
সবার উপরে সর্বক্ষণ বিধাতাকে স্মরণ করো,
জীবন যাপনের দিনপঞ্জি এভাবেই গড়ো।
২ Comments
Thanks for publishing my poem.
I’m very happy to publishing my information poem