১৮৯ বার পড়া হয়েছে
জারি রবে কাওয়ালি
জগলুল হায়দার
শাস্ত্রীয় সঙ্গীতে বলা যায় আউয়াল-ই
খেয়ালের জনক যে এই প্রিয় কাওয়ালি।
গানে খোদা নবীপ্রেমে সুফিদের সাওয়ালি
কাওয়ালের পথ বেয়ে বেড়ে ওঠা কাওয়ালি।
দরগার ফকিরের আনন্দ শাওয়াল-ই
ইসলামি ভাবে আসে সুধাময় কাওয়ালি।
এ সুধায় মজে তাই ভূপাল ও ভাওয়ালি
বাংলার প্রাণে লাগে প্রিয় সুর কাওয়ালি।

লাহোর দিল্লি ঢাকা সবই এর হাওয়ালি
হিন্দুস্তান জুড়ে এক গান কাওয়ালি।
তারানার তোতা পাখি খসরুর* বাওয়ালি
ভূভারতে নিয়ে এলো প্রেমগীত কাওয়ালি।
নজরুল নিজে হন এর বড় গাওয়ালি
উর্দুর ভ্রাতা জানি বাংলার কাওয়ালি।
শিল্পের সুষমাকে তাও তোরা ধাওয়ালি
অতঃপর প্রতিবাদ; জারি রবে কাওয়ালি।
* হিন্দুস্তান তথা ভারতবর্ষে কাওয়ালির জনক কবি আমীর খসরু।
[টিএসসির কাওয়ালি অনুষ্ঠান তথা সুরের উপ্রে অসুরের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদি ছাত্রেরা কাওয়ালি জারি রাখার সিদ্ধান্ত নিছে। হামলার প্রতিবাদ ও ছাত্রদের এই উদ্যোগের সমর্থনে আজ এই ছড়া।]
ছবিঃ (ইন্টারনেট) টিএসসিতে হাজার শ্রোতা-দর্শকের উপস্তিতিতে পণ্ড হওয়া কাওয়ালি অনুষ্ঠানের চিত্র।