২৪৬ বার পড়া হয়েছে
জাগতে তো হবেই
(ইশতিয়াক রুপু)
কবিতায় আলো থাকে
জেগে উঠার ডাক
স্বচ্ছ জলের নদীর কথা
তিন মোহনার বাঁক।
শালুক দীঘির কেচ্ছা থাকে
সূর্য বিলের গল্প
দেহের বাকে স্পষ্ট ছোঁয়া
স্পর্শ থাকে স্বল্প।
শাপলা ডাটায় পালক ঝরে
ডাহুক পাখির ডুব
রাতের বেলা টিনের চালে
শব্দ টুপ টুপ।
আরো থাকে, ডুবো নদীর
পাতাল পুরীর গান,
তিস্তা বাঁধে হারায় দুকূল
নাড়ী ছেড়া মান।
কবিতার আলো দেখি
জল পদ্মের ঘাটে
যাই যেতে চাই আমি সেথা
বয়স কুল্লে ষাটে ।
NY/USA
১ Comment
congratulations.