১৭৩ বার পড়া হয়েছে
জড়ো করা অন্ধকার
[চাঁদ সুলতানা মার্জেনা]
ভুলে থাকার শর্ত দিলে
গাছতলার ঐ বেঞ্চিতে বসে,
আকাশে আধখানা চাঁদ ছিল
পৌষের শিশির ছিল দূর্বাঘাসে !
আমি মুখ লুকিয়ে কাঁদবো
নাকি দৌড়ে পালাবো ভাবিনি,
ভিতরে কি হয়েছিল সেদিন
ঝড় জল মিলে বাদল হয় বুঝিনি!
একখানা ঘর ভিতর থেকে বন্ধ
নিয়তি মুড়ায়ে রাখে তার চাবি,
ধূলি ঝড় চক্ষু অতিক্রম করে
উড়ে টুকরো টুকরো সব দাবী!
এলো মেলো খেয়ালে ঝরে
অনুভব ধরে আরেকটি বিষয়,
শর্ত দিলে চলে যাও
আমার পৃথিবী তোমার সঞ্চয় !
ভূলূন্ঠিত হবো নাকি চিৎকার দিবো
ভিতর ভেঙে হয় চুরমার ,
আমি কি আমি ছিলাম সেদিন
আজও জড়ো করি সেই অন্ধকার!
১ Comment
সুন্দর সঠিক অনূভুতি গুলি কবিতার ডালে ডালে অলংকারময় পত্রপল্লবে ফুলের মত ফুটে উঠেছে।এমন ভাল কবিতা গুলোর আর কি প্রশংসা আঁকতে পারি। কবিকে অভিনন্দন।