২৬৪ বার পড়া হয়েছে
নবী আমার
(জগলুল হায়দার)
নবী আমার জান যেন আর
নবী আমার প্রাণ
নবী আমার শাহাদাতের
আতরমাখা ঘ্রাণ।
নবী আমার গীত যেন আর
নবী আমার সুর
নবী আমার মন প্রদীপের
কাংখিত সেই নূর।
নবী আমার দিল যেন আর
নবী আমার শান
জীবনজুড়ে তাই নবীজীর
গাই এতো গুণগান।
নবী আমার পথ যেন আর
পথের দিশা দিক
নবী আমার সব মানুষের
জন্য মানবিক।
নবী আমার প্রেম যেন আর
নবী খোদার দান
আমার বুকে সয় না তো তাই
নবীর অপমান।