২৭৬ বার পড়া হয়েছে
ছড়াওয়ালা-২
[ছাদির হুসাইন]
হতাম যদি ছড়াওয়ালা
কিংবা ছড়া পড়াওয়ালা
ছড়ার হাটে
মজার পাঠে
থাকতো আমার মন,
ছড়া নিয়ে চলত আমার
সুখের এই জীবন।
হতাম যদি ছড়ার গীতি
কিংবা ছড়া গড়ার গীতি
ছড়ার সাথে
সবার পাতে
ছড়িয়ে দিতাম ফুল,
ধরিয়ে দিতাম মানবকূলে
অসামাজিক ভুল।
হতাম যদি ছড়ার পাখি!
কিংবা ছড়া ধরার পাখি
ছড়ার দ্বারা
শহর পাড়া
রাঙিয়ে দিতাম বেশ,
ছড়া দিয়েই ভরে দিতাম
সোনার বাংলাদেশ।
১ Comment
congratulations