১৭০ বার পড়া হয়েছে
ছোঁয়া হলো না
[মুন্নি শেখ]
স্বপ্ন কখনো বাস্তবতা পায় না
জেনেও কল্পলোকে
স্বপ্নের জাল বুনি।
কখনও পাখি হই
আকাশ ছুঁয়ে
দেখবো বলে।
ছোঁয়া হলো না।
কিন্তু মেঘ ছুঁয়ে
দেখতে গিয়ে
ভিজে গেলাম।
শুধু ওই নীল
আকাশ টা ছুঁয়ে
দেখবো বলে।
একটু একটু করে
উঠতে থাকা সূর্যর
আলোতে নিজেকে
দেখতে গিয়ে কখন
যে সূর্যাস্তের অন্ধকারে
তলিয়ে গেলাম!
তবুও স্বপ্ন বুনি!
স্বপ্নে বিভোর থাকি।
১ Comment
congratulations